সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:৫৪:১৫ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।।গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা বাংলাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে, তারি ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে জৈনা বাজার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলার জৈনা বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার এর সঞ্চালনায় শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করে।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,এশিয়ান টেলিভিশনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান,দৈনিক প্রতিদিনের কাগজের শ্রীপুর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন সুজন,সাংবাদিক কবির হোসেন,সাংবাদিক আব্দুল আজিজ, বি এম এস এফ এর শ্রীপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম এলএলবি, সাংবাদিক মোহাম্মদ তাইজুল ইসলাম, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন প্রধান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,দৈনিক রূপবাণী পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আল আমিন,সাংবাদিক জুয়েল গাজী,সাংবাদিক আতাউর রহমান,সাংবাদিক আলামিন হোসেন,সাংবাদিক মোমেন আকন্দ,সাংবাদিক শাহীন, দৈনিক মাতৃ জগত পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জান্নাত হোসেন রনি,রাজধানী টেলিভিশনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম,সাংবাদিক ওয়াসিম আকরাম সহ আরও উপস্থিত ছিলেন শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ।শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন সাংবাদিকেরা।

 

এদিকে গাজীপুরে ও শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।

আরও খবর

Sponsered content