সারাদেশের খবর

সরকারী স্কুলগুলো ভালোভাবে চলে না-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা,বিধান রঞ্জন রায়

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৪:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ

0Shares

টাঙ্গাইল জেলা প্রতিনিধি।।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ড: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলের শিশুরা ঝরে পরেছে কোভিডের সময়টায় বেশি।কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল।এছাড়া অনেকগুলো জায়গা রয়েছে যারা সরকারি চাকুরি করেন তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারী স্কুলের সময়ের সাথে তাদের মিলে না।এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সরকারি স্কুলগুলোতে আরো অনেক সমস্যা রয়েছে,যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারী স্কুলগুলো ভালোভাবে চলে না।এ বিষয়ে ক্ষতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এসময় তার সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares