প্রতিনিধি ১১ মে ২০২৫ , ৫:৪৬:০০ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার স্হপতি ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের দেশ দিয়েছেন আর তার কন্যা দেশরত্ম শেখ হাসিনা সাথে যুক্ত করেছেন আরো ১,১৮,৭৪১.৮১ বর্গকিলোমিটার।স্বাধীনতার পর দেশে এতো সরকার এসেছে-গেছে, কেউ দেশের ১ ইঞ্চি আয়তন বাড়াতে না পারলেও,আওয়ামী লীগ সরকার বাড়িয়েছে।শেখ হাসিনা বাংলাদেশের আয়তন ১,১৮,৭৪১.৮১ বর্গকিলোমিটার বাড়িয়েছেন।

২০১২ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইবুনালে মামলা করে ১ লক্ষ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার সমুদ্রসীমা জয় করেছে।এতে বাংলাদেশের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়।
২০১৪ সালে ভারতের বিরুদ্ধে মামলা করে ৭ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা জয় করেছে।
২০১৫ সালে ভারতের সাথে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধানের মাধ্যমে আমাদের দেশের সাথে যুক্ত করেছে ১১০.৮১ বর্গকিলোমিটার নতুন ভূমি।
যার মোট যোগফল- ১,১৮,৭৪১.৮১ বর্গকিলোমিটার,আরোও একটি নতুন বাংলাদেশের প্রায় সমান।
এখন ভাবুন,কে দেশ বিক্রি করে?আর কে দেশের আয়তন বাড়ায়!
যারা বলেছেন সেভেন সিস্টার্স দখল করবো,স্বাধীন করবো মর্মে সোস্যাল মিডিয়াতে বেহুদা আস্ফালন করা যতটা সহজ,অন্য কোনো দেশের দখলে থাকা ভূমি ও সমুদ্রসীমা বিনাযুদ্ধে তাদের দখল থেকে মুক্ত করে নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করা ততটাই কঠিন এবং দুঃসাধ্য!যা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা করে দেখিয়েছেন!

















