প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৩:১৬:৪১ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।। জাতির পিতা”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতিক প্রতিচ্ছবি শেখ মনি,। শেখ ফজলুল হক মনি একটি নাম, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একজন চিন্তাশীল দার্শনিক, একজন প্রথিতযশা লেখক ও সাংবাদিকের নাম”।

সর্বোপরি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন অকুতোভয় বীর সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম একজন দক্ষ সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান; যার নেতৃত্বে মুজিব বাহিনীর গেরিলা মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা-বরিশাল-সিলেটে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে।
স্বাধীন-সার্বভৌম লাল-সবুজের পতাকা খচিত বাংলাদেশ প্রতিষ্ঠায় এই মুজিব বাহিনীর গেরিলা মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।
যুদ্ধ-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধফেরত যুবক মুক্তিযোদ্ধা ও যুবসমাজের কল্যাণের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি হন এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
স্বল্পায়ু দার্শনিক, রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলুল হক মনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাতবরণ করেন। বাংলাদেশের পললভূমিতে ‘ম্যাকিয়াভেলিয়ান প্রিন্স’ শহীদ শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
’
১৯৬০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত শেখ মনি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সাধারণ ছাত্রদের প্রাণের স্পন্দনড় ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি ছয় মাস কারাভোগ করেন।
বাংলার কুলাঙ্গার মোনায়েম খানের হাত থেকে সার্টিফিকেট না নেয়ার আন্দোলনে শেখ মনি নেতৃত্ব দিয়েছিলেন।
যারা মোনায়েমের হাত থেকে উপাধিপত্র নেয়ার জন্য সভাস্থলে হাজির হয়েছিলেন, তারা উল্টো শেখ মনির নেতৃত্বে সভাস্থল বয়কট করেন এবং মোনায়েম খানকে প্রকাশ্যে বর্জন করেন; উপাধিপত্র না নিয়েই তারা ফিরে যান। এতে ক্রুদ্ধ মোনায়েম খান ক্ষমতার দম্ভে শেখ ফজলুল হক মনির ডিগ্রি প্রত্যাহার করে নেন। পরে সুপ্রিমকোর্টের রায়ে তিনি ডিগ্রি ফিরে পান।
সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী শেখ মনি ছিলেন দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা। অনেক প্রথিতযশা লেখক-কবি-সাহিত্যিক,”হাউস অবট্রেড ইউনিয়ন “।
শেখ মনি ‘বাংলার বাণী’তে ‘দূরবীনে দূরদর্শী’ নামে কলাম লিখতেন। । মনি ভাইকে আমার সশ্রদ্ধ সালাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন।
‘দৈনিক বাংলার বাণী’ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল অভিন্ন- শোষণহীন সোনার বাংলা গড়ে তোলা। তিনি বঙ্গবন্ধুর বাকশালের অন্যতম সম্পাদক ও প্রণেতা ছিলেন।
আজ হয়তো ‘বাংলার বাণী’ পত্রিকা বন্ধ; কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কলাম লেখক, ছোট গল্পকার ও তাত্ত্বিক দার্শনিক।
ছিলেন বাঙালি সাংস্কৃিতরপুরেধা।
৪ ডিসেম্বর শেখ মনির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
,

















