অপরাধ-আইন-আদালত

র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে ৩২৩ জন চরমপন্থি ২শ অস্ত্রসহ আত্মসমর্পণ

  প্রতিনিধি ১৭ মে ২০২৩ , ৫:২২:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৩২৩ জন চরমপন্থি ২শ অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে তারা আত্মসমর্পণ করবেন।

বুধবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে চরমপন্থিদের অপরাধ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র‌্যাব কার্যক্রম শুরু করে।এরই ধারাবাহিকতায় রোববার র‌্যাব-১২ এর তত্ত্বাবধানে সিরাজগঞ্জে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪ জন,জনযুদ্ধের ৮ জন এবং সর্বহারার ২১ জনসহ সর্বমোট ৩২৩ জন চরমপন্থি সদস্য প্রায় ২০০ অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও খবর

Sponsered content