সারাদেশ

রোববার ঢাকা মহানগরে ‘১ মিনিট শব্দহীন’ থাকবে

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৪:১৯:৪০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।১৫ অক্টোবর রোববার ঢাকা মহানগরে ‘১ মিনিট শব্দহীন’ থাকবে।ওই দিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে।শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে সচেতনতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন,এক মিনিট বড় বিষয় নয়,বিষয়টি হলো একটি বার্তা দেওয়া।এটি যে একটি অপরাধ,সেই বার্তা দেওয়া।

শব্দসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি,নীরব মিনিট পালন করি’ এই কর্মসূচি পালন করা হবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares