প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ১:৫১:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ওসমান হাদী হত্যা মামলার রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে,অভিযুক্ত জাফরিন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন—ফয়সালকে অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এ কাজে মেজর সাদিকের স্ত্রী জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সূত্র জানায়,রিমান্ডে জাফরিন আরও কিছু নাম ও ঘটনার বিবরণ তুলে ধরেছেন,যা তদন্তকে নতুন দিকে নিয়ে গেছে। তবে এসব তথ্য এখনো যাচাই-বাছাইাধীন এবং তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, “রিমান্ডে পাওয়া তথ্যগুলো আমরা গুরুত্বের সঙ্গে যাচাই করছি।অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন,রিমান্ডে দেওয়া বক্তব্য প্রাথমিক তথ্য হিসেবে বিবেচিত হয়; তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।তাই এ পর্যায়ে কারও বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।
উল্লেখ্য,মামলাটি ঘিরে এরই মধ্যে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।তদন্ত শেষ হলে পুরো ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

















