আন্তর্জাতিক

রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কের জোরদার করা হয়েছে

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ২:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দু’দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মস্কোতে দু’দেশের সহকারী পররাষ্ট্র মন্ত্রীদের অনুমোদন পেপার বিনিময়ের মাধ্যমে বুধবার (৪ ডিসেম্বর) এই সামরিক চুক্তি কার্যকর হয়।

ঘটনাটা তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে ১০ হাজার সৈন্য প্রেরণের অভিযোগ এনেছে।

যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে।
গত বছরের জুনে পিয়ংইয়ং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে কিম জং উন এবং পুতিন এই চুক্তিতে স্বাক্ষর করেন।এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোনো দেশ যদি অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হয়,তাহলে দেশ দু’টি কোনো বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচারণ করবে।

এক বহু পাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লমেন্ট গত মাসে এ চুক্তির পক্ষে সর্বসম্মভাবে ভোট দেয়।

পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এর অনুমোদন দেয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে।

সূত্র : রয়টার্স।

আরও খবর

Sponsered content