সারাদেশ

রায়পুরে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি-পাঁচ দোকানীকে জরিমানা

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫৩:১৪ প্রিন্ট সংস্করণ

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি।।লক্ষ্মীপুরের রায়পুরে লাইসেন্স ছাড়া এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচ দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরে অভিযান পরিচালনা করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল ইকবাল।

তিনি বলেন,লাইসেন্স ছাড়া এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পৌর এলাকার ৫টি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content