অপরাধ-আইন-আদালত

রাজৈরে থার্টিফার্স্ট নাইটে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছে ধর্ষণের শিকার প্রেমিকা

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৬:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

0Shares

রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি।।মাদারীপুরের রাজৈরে থার্টিফার্স্ট নাইটে দেখা করার কথা বলে জঙ্গলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।রোববার বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।এর আগে শনিবার রাতে উপজেলার শাখারপাড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিকের নাম মো. হাসান। ১৮ বছর বয়সী হাসান রাজৈর উপজেলার বিশ্বম্বরদী এলাকার বাসিন্দা।ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়,কদিন আগে রং নম্বরে হাসানের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। ষথার্টিফার্স্ট নাইট উপলক্ষে শনিবার বিকেলে রাজৈরের শাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যান হাসান।পরে শাখারপাড় ব্রিজের পাশের একটি জঙ্গলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ করেন তিনি।এ সময় সঙ্গে থাকা হাসানের বন্ধু রাব্বিও ধর্ষণ করেন।এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী কিশোরী।পরে তাকে বাড়ির সামনে ফেলে রেখে যান তারা। এরপর ভুক্তভোগীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন,ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন,রাত ১২টার দিকে ভুক্তভোগী কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকজন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares