সারাদেশ

মেহেন্দিগঞ্জে রাতের আধারে গরু চুরি মাংস ভাগাভাগি করে নিলেন দুর্বৃত্তরা

  প্রতিনিধি ১০ জুন ২০২৩ , ১২:০১:০৯ প্রিন্ট সংস্করণ

0Shares

ইব্রাহিম মুন্সী(মেহেন্দিগঞ্জ) প্রতিনিধি।।মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী-লক্ষীপুর এলাকার রাতের আঁধারে কামাল চৌকিদারের একটি গরু চুরি করে মাংস ভাগাভাগি করে নিলেন একদল দুর্বৃত্ত।

শুক্রবার দিবাগত রাতে গরুটি তার গোয়াল ঘর থেকে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে গরুটি গোয়াল ঘরে দেখতে না পেয়ে কামাল চৌকদার খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে পার্শ্ববর্তী মালতিয়া বাড়ির পূর্বপাশে বাগানে মধ্যে আকবর সিকদারের পরিত্যাক্ত ঘরের মধ্যে গরুর কিছু অংশ পরে থাকতে দেখে কামাল সিকদার।

এ থেকে ধারনা করা হয় দুর্বৃত্তরা শুধু মাংস নেবার উদ্দেশ্যেই এই পৌশাচিক ঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে কামাল চৌকিদারের মোবাইল নাম্বারে কল করলে, তার মেয়ে রিসিভ করে জানান,কোরবানীর সময় বিক্রির জন্য গরুটা আমরা লালন পালন করে আসছি,গরুটির আনুমানিক দাম প্রায় দেড় লক্ষ টাকা।

এ ব্যাপারে ১ নং লক্ষীপুর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রব ঢালী জানান, ঘটনাটি খুবই অমানবিক। যারা এর সাথে জড়িত তাদেরকে শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

তবে সোলায়মান নামে একজনকে আটক করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, আটক সোলাইমান ঐ এলাকার হোসেন গাজীর জামাতা।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares