প্রতিনিধি ৭ মে ২০২৫ , ২:৪০:০১ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি,নৌযান মালিক,জেলে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,মোঃ রিয়াজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম,অফিসার ইনচার্জ, মেহেন্দিগঞ্জ থানা।
সভায় সভাপতিত্ব করেন ম. এনামুল হক,পিপিএস-সেবা, ইনচার্জ,কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিয়াজুর রহমান বলেন,“নৌপথে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি মোঃ ফখরুল ইসলাম বলেন,“নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি রোধে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চালাবে।”
সভায় বক্তারা নৌপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।একই সঙ্গে স্থানীয় জেলে ও নৌযান মালিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়,ভবিষ্যতেও এ ধরনের সভা আয়োজন অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযানের মাধ্যমে নৌপথকে নিরাপদ রাখা হবে।।






