প্রতিনিধি ১ মে ২০২৩ , ২:৫৪:২২ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব (মুন্সীগঞ্জ-১) শহরের কাজী কমরউদ্দিন (কেকে) গভ. ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞাকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) তাকে বরখাস্ত করে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক নুরে আলমকে মুন্সীগঞ্জ-১-এর কেন্দ্র সচিব করা হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,কেন্দ্রটি পরিদর্শনকালে দেখা যায় সিট প্ল্যান ছাড়াই এক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এদিকে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের দায়িত্বে থাকাবস্থায় প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

















