প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।মানুষের উপকার করতে গিয়েই নির্মম পরিণতির শিকার হলেন জান্নাত হোসেন।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়নগর গ্রামে প্রতিবেশীদের ঝগড়া মেটাতে গিয়ে দা’র কোপে নিহত হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নয়নগর গ্রামের আব্দুল হক মিয়ার বাড়িতে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,দুই ভাই তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া বাঁধলে তাদের মা তাসলিমা বেগম প্রতিবেশী জান্নাত হোসেনকে ডেকে আনেন বিষয়টি মেটানোর জন্য।জান্নাত সেখানে পৌঁছামাত্রই তারেক ও রিয়াদ পরিকল্পিতভাবে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর আহত অবস্থায় জান্নাতকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাত হোসেন এলাকায় একজন প্রতিবাদী যুবক হিসেবে পরিচিত ছিলেন।অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অবস্থানসহ নানা অন্যায়ের প্রতিবাদে তিনি সক্রিয় ছিলেন বলে জানান স্থানীয়রা।
স্বজনদের অভিযোগ,ঘর থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে।অভিযুক্ত দুই ভাই মাদকাসক্ত বলেও দাবি করেছেন তারা।
ঘটনার পরপরই তারেক ও রিয়াদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পুলিশ জানায়,হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।
এদিকে জান্নাত হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

















