সারাদেশ

মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে চাই-আইজিপি

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৬:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

সিলেট প্রতিনিধি।।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে এবং প্রস্তুত রয়েছে। আমরা আগামী দিনগুলাতেও এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে চাই।

শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইনস গেটে নির্মিত বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা মৃত্যুঞ্জয়ী এবং মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন,সবার সহযোগিতায় এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।নতুন প্রজন্ম এ টেরাকোটা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

টেরাকোটায় ৫২-এর ভাষা আন্দোলন,৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭ মার্চের ভাষণ,রাজারবাগে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ,মুক্তিযুদ্ধে মৌলভীবাজার জেলার বীর শহিদ সদস্যদের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রতিচ্ছবি স্থান পেয়েছে।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সিলেট রেঞ্জ ও মৌলভীবাজার জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান,সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট রেঞ্জের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content