আরও অন্যান্য সংবাদ

মাত্র একটি দেয়াল ও ১৪টি দরজা-জানালা রং করতে লেগেছে ৬৫৮ জন মিস্ত্রি

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ৫:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মাত্র ৪ লিটার রং দিয়ে একটি বিদ্যালয়ের একটি দেয়াল রং করতে খরচ হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৮৪ রুপি।এর জন্য নিযুক্ত করা হয়েছে ২৩৩ জন মিস্ত্রি—যার মধ্যে ৬৫ জন রাজমিস্ত্রি ও ১৬৮ জন সহকারী। একইভাবে আরেকটি বিদ্যালয়ে ২০ লিটার রঙ দিয়ে চারটি দরজা ও ১০টি জানালা রং করতে নিয়োগ দেওয়া হয়েছে ৪২৫ জন মিস্ত্রি।এতে ব্যয় দেখানো হয়েছে প্রায় ২ লাখ ৩১ হাজার ৬৫০ রুপি।

সব মিলিয়ে মাত্র একটি দেয়াল ও ১৪টি দরজা-জানালা রং করতে লেগেছে ৬৫৮ জন মিস্ত্রি।এবং মোট খরচ ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ রুপি।বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।এ নিয়ে এখন শোরগোল পড়ে গেছে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী,ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শাহদোল জেলার সাকান্দি ও নিপানিয়া গ্রামে।এই দুই সরকারি বিদ্যালয়ের রং করার বিল ভাইরাল হওয়ার পর উঠেছে বেহিসাবি খরচ ও দুর্নীতির অভিযোগ।

ভাইরাল হওয়া বিল অনুযায়ী সাকান্দি গ্রামের বিদ্যালয়ে ৪ লিটার রং,২৩৩ জন মিস্ত্রি,খরচ ১ লাখ ৭ হাজার রুপি। নিপানিয়া গ্রামের বিদ্যালয়ে ২০ লিটার রং,৪২৫ জন মিস্ত্রি, খরচ ২ লাখ ৩১ হাজার রুপি।

বিল দুটিতে দেখা গেছে, নির্মাণকাজের দায়িত্বে ছিল ‘সুধাকর কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।বিল প্রস্তুতির তারিখ দেওয়া হয়েছে ৫ মে ২০২৫।অথচ নিপানিয়া স্কুলের ক্ষেত্রে বিলটি এক মাস আগেই অনুমোদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।নিয়ম অনুযায়ী ‘আগে-পরে’ ছবি দেওয়ার কথা থাকলেও,এসব বিল কোনো ছবির সংযুক্তি ছাড়াই অনুমোদিত হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা ফুল সিং মারপাচি জানান,দুটি স্কুলের বিলের ছবি ভাইরাল হয়ে গেছে।তদন্ত চলছে।সঠিক তথ্যপ্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর

Sponsered content