অপরাধ-আইন-আদালত

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ৫:২৭:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মিছিল করেছে মুসল্লিরা।

এ ঘটনায় শিশুটির বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।সজিবকে আজ শুক্রবার সকালে এবং হিটু মিয়াকে গতকাল পুলিশ আটক করে।

আজ শুক্রবার সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ‌্যমে শিশুটির মৃত‌্যুর খবর ছড়িয়ে পড়ে।তবে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন,মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,চার মাস আগে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে ফেরদৌস শেখের মেয়ের সাথে হিটু মিয়ার ছেলে সজিবের বিয়ে হয়।স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করা ৮ বছরের মেয়ে বোনের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে যায়।গতকাল বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বড়বোনসহ স্থানীয়রা দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।সেখান থেকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content