সংবাদ বিজ্ঞপ্তি

মাই টিভি’র নলছিটি উপজেলা প্রতিনিধি মিঠু কে অব্যাহতি

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ৩:১১:৫১ প্রিন্ট সংস্করণ

খবর বিজ্ঞপ্তি॥অপেশাদার আচরণ,কর্মে গাফিলতি, অমনোযোগীতা এবং স্বেচ্ছাচারিতা দায়িত্বহীনতার পরিচয়, নিয়োগ চুক্তির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাই টিভি চ্যানেলের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রতিনিধি পদ থেকে মোঃ রাশেদ খান মিঠু কে অব্যাহতি প্রদান করা হয়েছে।মাই টিভি লিগ্যাল কনসালট্যান্ট (প্রশাসন) সৈয়দ হাসান আলী এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সাথে অফিস কর্তৃক প্রদত্ত আইডি কার্ডসহ সকল প্রকার দাপ্তরিক কাগজ পত্রাদি দেনাপাওনা ও অন্যান্য অফিস সামগ্রী প্রশাসন বিভাগে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। সদয় অবগতির জন্য জানানো হয়েছে -মাননীয় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,মাননীয় উপ-ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত পরিচালকবৃন্দ,সম্মানিত পরিচালক ও সিওও সহ বার্তা বিভাগ কে।

চলমান বছরের বারো জানুয়ারী মাই টিভি থেকে এ আদেশ দেয়া হয়। যার স্মারক নং-প্রশা:-০১ (এনসি০২৪৪)/২০২৫/০০২৪

আরও খবর

Sponsered content