জাতীয়

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ২:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শাহদৎ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূতকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় ফেরত আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

এদিকে আগামী পাঁচ মাসের মধ্যে আরও আটটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হবে।দেশগুলো হচ্ছে— ইরাক,কানাডা,কুয়েত,জার্মানি,থাইল্যান্ড,পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে। মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে।মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে এবং মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে।মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। ওই পাঁচজন রাষ্ট্রদূত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

অন্যদিকে পেশাদার কূটনীতিক মো. আব্দুল হাই থাইল্যান্ডে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে এবং পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ২০২১ সালের জুনে দায়িত্ব গ্রহণ করেন।উভয়ের পিআরএল শুরু হবে ডিসেম্বরে। অন্যদিকে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালের অক্টোবরে এবং ওনার পিআরএল শুরু হবে নভেম্বরে।

আটজন রাষ্ট্রদূত যাদের মেয়াদ শেষ হয়ে যাবে,তাদের চাকরির মেয়াদ বাড়বে কিনা অথবা মরক্কোর রাষ্ট্রদূতের মতো তাদেরকেও ফিরিয়ে আনা হবে কিনা,সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও খবর

Sponsered content