অপরাধ-আইন-আদালত

ময়মনসিংহে ১৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেলিমের

  প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ১:০৭:২৫ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।ময়মনসিংহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সেলিমকে ১৭ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার করল কোতোয়ালী মডেল থানা পুলিশ।

১৭ বছর ছদ্ধবেশে পালিয়ে থাকার পর গতকাল বুধবার (০১ মার্চ ২০২৩) তারিখ রাতে কোতোয়ালী থানার একটি টিম সেলিমকে ময়মনসিংহ নগরীর নৌমহল এলাকা থেকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান,ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কাটাখালী এলাকায় ২০০৩ সনে জায়গা জমি নিয়ে মারামারি ঘটনায় জমির নামে একজন খুন হয়।ওই ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং- ২২(১০)২০০৩, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২ দঃ বিঃ, রুজু হয়।

উক্ত মামলাটি বিচারকার্য শেষে ১৩/০৬/২০১৭ইং তারিখে কোতোয়ালী থানাধীন তিনকোনা পুকুরপাড় এলাকার মৃত-মকবুল হোসেনের পুত্র মোঃ সেলিম(৫২), এর যাবজ্জীবন সাজা হয়।

উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিমকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিমকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content