প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৭:১১:৩৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।ধর্মীয় পরিচয় ও আগের বিয়ের কথা গোপন রেখে সম্পর্ক এবং গর্ভের সন্তান নষ্টের অভিযোগ উঠেছে মোংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) হিরণময় সরকারের বিরুদ্ধে।এ ঘটনায় গত শনিবার বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার পুলিশ কর্মকর্তা হিরণময় সরকারকে মোংলা থানা থেকে প্রত্যাহার করে এসপি কার্যালয়ে যুক্ত করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা এসপি মো. আবুল হাসনাত খান।
ভুক্তভোগী নারী যশোরের কোতোয়ালি থানার পাগলাদহ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী।