সারাদেশ

ভারতে পাচারের সময় এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৬:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

বেনাপোল(যশোর)প্রতিনিধি।।যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

শনিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোলের আমড়াখালি থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান।

রিকশাভ্যানে করে ভারতে `পাচার হচ্ছিল‘ সোনার বার
আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন।

কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন খবরে বিজিবির একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে আমড়াখালি-কাগজপুকুর সড়কে চলাচলকারী একটি ব্যাটারি চালিত রিকশা ভ্যান থামানো হয়।এ সময় ভ্যানচালক (পাচারকারি) ভ্যানটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ভ্যানটিতে তল্লাশি করা হলে বাসার জায়গায় খোদাই করে বানানো একটি ছোট কুঠুরির ভেতর থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রিকশাভ্যানে করে ভারতে `পাচার হচ্ছিল‘ সোনার বার
বিজিবির এ কর্মকর্তা জানান, এরই মধ্যে পাচারকারিকে চিহ্নিত করা হয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content