অপরাধ-আইন-আদালত

ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার ঘটনায় সন্দেহভাজন আটক

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৫:২৮:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।আটক ব্যক্তি ছাত্রশিবিরের একজন স্থানীয় নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার পরপরই আশপাশের এলাকার সিসিটিভি ও মোবাইল ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করা হয়।সেই ফুটেজের ভিত্তিতেই সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়েছে।বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,কূটনৈতিক স্থাপনায় হামলা একটি গুরুতর অপরাধ।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

এদিকে কূটনৈতিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও খবর

Sponsered content