অপরাধ-আইন-আদালত

বোরহানউদ্দিনে পুত্রবধুকে দেহ ব্যবসার কু প্রস্তাব-রাজি না হওয়ায় বর্বর নির্যাতন!

  প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৬:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

0Shares

বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি:-ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৬ নং ওয়ার্ডে রিতা (২০) নামের এক গৃহবধূকে শাশুড়ি কর্তৃক টাকার বিনিময়ে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় দু,মাস বয়সী সন্তানের মা রিতা আক্তার (২০) কে দফায় দফায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে মেয়েটি ভোলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন প্রভাবশালী মহল এবং বেশ্যা শাশুড়ীর নিয়মিত খদ্দের দের দ্বারা মেয়েটি এবং তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধুমকি দেয়া হচ্ছে।

মেয়েটি হাসপাতালে ভর্তির ফাঁকে আসল ঘটনা ধামাচাপা দিতে সু-কৌশলে উল্টো মেয়েটি সহ পরিবারের লোকজন কে আসামী করে হয়রানি মূলক মিথ্যা মামলা করা হয়েছে বলে জানা যায়।ছেলেটির নাম শাকিল বয়াতি,সে মৃত রত্তন বয়াতির ছোট ছেলে। প্রভাবশালী খদ্দেরদের তালিকা, কল রেকর্ড সহ সকল প্রমান সংরক্ষিত আছে।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি কে অবগত করিলে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একটি মামলা রুজু করে।আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares