প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৫ , ২:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলার আসামি মেহেরাজ ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,আজ বুধবার বিকেলে মেহেরাজ ইসলামকে গাইবান্ধা সদরের শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয়।তিনি জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশ বলছে,১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান।হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।তাঁরা হলেন মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯),আলভী হোসেন জুনায়েদ (১৯),আল আমিন সানি (১৯) এবং মো. হৃদয় মিয়াজীকে (২৩)।










