শিক্ষা

বুথগুলোতে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়েছে-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে-ভিসি,ড. আখতারুজ্জামান

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ১:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পলিব্যাগে কেন সমাবর্তনের পোশাক, খতিয়ে দেখা হচ্ছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পলিব্যাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের পোশাক বিতরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সমাবর্তনের ঢাকা কলেজ ভেন্যু পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য বলেন,আমরা জানতে পেরেছি কস্টিউম বিতরণের সময় নির্ধারিত দুটি বুথে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।

বাকি বুথগুলোতে টিস্যু ব্যাগ ব্যবহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সমাবর্তনের কস্টিউম বিতরণে পলিথিনের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আমাদের নজরে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে তা বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সমাবর্তনে অংশগ্রহণকারীদের উপহার সরবরাহকালে এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে শিক্ষার্থীরা এর সমালোচনা করেন।

আরও খবর

Sponsered content