রাজনীতি

বিসিসির মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ

  প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ১:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশাল সিটি (বিসিসি) নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম ৩৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি ভোট কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়।বিকাল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়।এই সিটিতে মেয়র পদে ৭ জন,সাধারণ কাউন্সিলর পদে ১১৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন লড়ছেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন।আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ,জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস,ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম ও জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আছেন ঘড়ি প্রতীকের মো. কামরুল আহসান রুপন,হাতি প্রতীকের আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের আলী হোসেন।

আরও খবর

Sponsered content