ব্যবসা ও বাণিজ্য সংবাদ

বিশ্ববাজারে সোনার দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৪ , ৩:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে মঙ্গলবার (১২ নভেম্বর) সোনার দাম প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে,যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ২ হাজার ৫৯৭ দশমিক ৯১ ডলারে।

স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শতকরা হিসেবে স্বর্ণের দাম কমেছে দশমিক ৯ শতাংশ এবং গত ২০ সেপ্টেম্বরের পর মঙ্গলবার প্রথম এই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার রয়টার্সকে বলেন,সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন এবং তার ফলাফল ডলারের মানের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।স্বর্ণের দাম কমার মূল রহস্য লুকিয়ে আছে ডলারের মান শক্তিশালী হওয়ার মধ্যে।

আরও খবর

Sponsered content