প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ৩:০৪:৫৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের ড্রাফট রোববার (২৪ সেপ্টেম্বর)। তবে প্লেয়ার্স ড্রাফট নিয়ে খুব একটা আগ্রহ নেই দর্শকদের। নামীদামী খেলোয়াড়দের সরাসরি চুক্তিতেই দলে ভিড়িয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।

এবারের প্লেয়ার্স ড্রাফটের আগেই দেশি তারকাদের প্রায় সবাই দল পেয়ে গেছেন ইতোমধ্যে।বাকি রয়ে গেছেন শুধু মুশফিকুর রহিম।তাই ‘এ’ ক্যাটাগরিতে আছেন শুধু তিনিই।ড্রাফটে তার দাম নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ টাকা।
বিপিএলের আসন্ন আসরকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। দুইদিন পরই অনুষ্ঠিত হবে ড্রাফট।আর এই ড্রাফটের জন্য ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে।সেখানে ‘বি’ ক্যাটাগরিতে আছেন আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন,ইমরুল কায়েস ও রনি তালুকদার।ড্রাফটের জন্য তাদের মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা।
৩০ লাখ টাকা মূল্যের ক্যাটাগরি ‘সি’তে আছেন ১৮ জন। তালিকায় উল্লেখযোগ্য নাম হলো মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক,মোহাম্মদ মিঠুন এবং শামীম হোসেন পাটোয়ারী। তানজিদ তামিম এবং সৌম্য সরকারদের ক্যাটাগরি ‘ডি’ এর পারিশ্রমিক ২০ লাখ টাকা।
সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব,মোহাম্মদ আশরাফুল,মুনিম শাহরিয়ার,পারভেজ হোসেন ইমন,সাব্বির রহমান,রিশাদ হোসেনদের জায়গা হয়েছে ‘ই’ ক্যাটেগরিতে।এই ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য ১৫ লাখ টাকা।
‘এফ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ লাখ টাকা।এই ক্যাটাগরিতে আছেন ২৯ জন।৪৫ জনকে নিয়ে গড়া ‘জি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ৫ লাখ টাকা।

















