জাতীয়

বিদ্যুতের আর লোডশেডিং হবে না-জ্বালানি উপদেষ্টা,ফাওজুল কবির খান

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ২:৫২:২৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন,অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে কিছুদিন সমস্যা থাকলেও, আর লোডশেডিং হবে না।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা।

বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন-আসন্ন শীতেও গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরও সাড়ে ৬ লাখ কোটি টাকা মূল্যের,৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বৈঠক শেষে,ভোলায় ৫ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন,সেখানে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে ২ টিসিএফের কিছু বেশি।

ভোলায় ৫ টিসিএফ গ্যাস মজুতের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন,গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেয়া কিংবা টেন্ডার দেয়া হবে না বলেও জানান তিনি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares