সারাদেশ

বানারীপাড়ায় মোবাইল কোর্টের অভিযান-মেসার্স শিরিন ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৫:৫২:৪৭ প্রিন্ট সংস্করণ

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের বানারীপাড়ায় বসতবাড়ি লাগোয়া জমি গায়ের জোরে বেকু দিয়ে কেটে বসতিদের চরম ক্ষতির অভিযোগের সত্যতা পেয়ে (এক লক্ষ) টাকা টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

জানা যায় উপজেলার বাইশারীতে বেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসতবাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স শিরিন ব্রিকসকে( এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলার বাইশারী গ্রামের মিন্টু মৃধা তার মালিকানাধীন মেসার্স শিরিন ব্রিকসে ইট তৈরি করার জন্য বেকু দিয়ে অবৈধভাবে ভাটা লাগোয়া সন্ধ্যা নদীর তীরের মাটি কাটছিলেন।

ফলে সেখানের বেশ কিছু ফসলি জমি সহ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এ অভিযোগে মোবাইল কোর্টে সত্যতা পেয়ে আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সকল ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় তিনি আরো জানান, বানারীপাড়ার অবৈধ ইট ভাটা গুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

আরও খবর

Sponsered content