জাতীয়

বাংলাদেশ-ভারত দুই দেশ মিলে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে চিঠি পাঠিয়েছে-ইউনূস

  প্রতিনিধি ৯ জুন ২০২৫ , ৬:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।অজস্র দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে দিয়েই দিনের পর দিন ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েই চলেছে।কিন্তু এই ঘাত প্রতিঘাতের মধ্যেই এবার ঈদ উল আজহা উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আর এবার সেই চিঠির (Yunus Writes A Letter To Modi) উত্তরে দুই দেশ মিলে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ।ভারত ভারতীয় ফ্যাশন

গতকাল অর্থাৎ রবিবার রাতেই মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের তরফে,সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠির কথা জানানো হয়েছে।এর আগে ঈদ উপলক্ষ্যে ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ঈদ উপলক্ষ্যে দেশবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন। সেই সঙ্গেই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।এবার সেই শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনূস জবাবে কী লিখেছেন তা পোস্টের মাধ্যমে জানালো বাংলাদেশের কার্যালয়।ভারত ভারতীয় ফ্যাশন

মোদির শুভেচ্ছার জবাবে ইউনূস!
আর এবার সেই চিঠির ভিত্তিতেই নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে ইউনূস লিখেছেন,“ঈদ উল আজহা এমন একটি বিষয় যা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে।এই উৎসব আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয়।” এছাড়াও মোদির শুভেচ্ছার জবাবে ইউনূস লেখেন,আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা৷”

কী বললেন মুহাম্মদ ইউনূস?
এছাড়াও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আরও লিখেছেন যে, “ঈদের এই উৎসবটি একটি সাম্প্রদায়িক প্রতিবিম্বের সমান,যা সকল সম্প্রদায়গুলির একাগ্রতা,ত্যাগ, উদারতা এবং চেতনার উন্মুক্ত করে।তাই আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর সুবিধার জন্য একত্রে কাজ করতে অনুপ্রাণিত করে।”

এমনিতেই একের পর কর্মকাণ্ডে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।তার উপর,নির্বাচন নিয়েও চাপ বাড়ছে মুহাম্মদ ইউনূসের উপর।তাই এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরিকল্পনা নেহাত মন্দ নয়।ভারত ভারতীয় ফ্যাশন

উল্লেখ্য,গত বছর আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়।সেই সময় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলতে থাকায় ভারতের পক্ষ থেকে তা রোধ করার বার্তাও দেওয়া হয়েছিল ইউনূস সরকারকে।কিন্তু সেই সময় দেশের রাজনীতিতে ভারত নাক গলাচ্ছে বলেও দাবি করেছিল বাংলাদেশ।আর এই আবহে সম্পর্কের এই উলাট পুরান সকলকে অবাক করে দিয়েছে।

আরও খবর

Sponsered content