প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৬:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারমান নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রেজওয়ানুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে লিয়েন ছুটি শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।