সারাদেশ

বরিশাল-৫ আসনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই রিপনের আগমন’

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৪:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি॥সালাউদ্দিন রিপন।থাকেন ঢাকায়।মাঝেমধ্যে আসেতেন বাটনা গ্রামে।অধিকাংশ জনগণের কাছে ছিল অপরিচিত।হঠাৎ অংশ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর বরিশাল-৫ আসনে। বর্তমান সরকারের নির্বাচন জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলতে হয়েছেন বরিশাল-৫ আসনের ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী।

অনুসন্ধানে এমন তথ্য উঠে আসলে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্য।রাজনৈতিক অনেক নেতা কর্মীরা বলেছেন, বিষয়টি ৭ জানুয়ারী নির্বাচনের দিন পরিষ্কার হবে।নিজ এলাকায় মেম্বর চেয়ারম্যান হবার জনপ্রিয়তা না থাকলেও টাকা উড়িয়ে রহস্যজনকভাবে হয়েছে সে এমপি প্রার্থী। বিষয়টি খুবই রহস্যজনক।অনেকেই বলেছেন,বরিশাল-৫ আসনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই রিপনের আগমন।রিপন শুধু একাই নয়,তার মত অনেক প্রার্থীই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা আসনে অংশ নিয়েছে।যারা নাটকীয় নানা ঘটনা সাজিয়ে নির্বাচনের দিন অভিযোগের পর অভিযোগ তুলবেন রিপন। এমনকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বয়কট করতে পারেন তিনি।রিপনের পক্ষ নিয়ে অনেকে বলেছেন,ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত লড়াই করবেন সালাউদ্দিন রিপন।কারণ,এখন সে একা নয়।তার পক্ষে নেমেছে ঈগল মার্কার সমর্থকরা।তাই নির্বাচনে হবে হাড্ডাহাড্ডির লড়াই।৬ জানুয়ারী বরিশাল শহরে এমন তথ্য জনমুখে আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড় বইছে।৬ জানুয়ারী রাতে রিপনের পক্ষে ভোট কিনতে গিয়ে নগরীর ২২নং ওয়ার্ডে ধরা পরেছে এক ব্যক্তি। সত্যিকার অর্থে এমন কোন বিষয় রয়েছে কিনা? জানতে ট্রাক মার্কা প্রার্থীর মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, প্রকৃতির ঋতুচক্রে থমকে থমকে বৃষ্টি হবার মত টাকা উড়াচ্ছে রিপন।

আরও খবর

Sponsered content