শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ

0Shares

বরিশাল প্রতিনিধি।।বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী।

 

সোমবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. ইউনুস আলী সিদ্দিকীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো।

প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ১৯৯৩ খ্রিষ্টাব্দে বরগুনা সরকারি কলেজ প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।এরপর যশোর মাইকেল মধুসূদন কলেজ যশোর,সরকারি ফজলুর হক কলেজ চাখার ৩ বছর উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।এছাড়া একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।বরিশাল সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষেরও দায়িত্ব পালন করেন।এছাড়াও শিক্ষকতা জীবনে ৩১ বছরের মধ্যে ২৩ বছর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares