প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি॥বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রহমতপুর বাস স্ট্যান থেকে আটক করা হয়।
আটককৃতরা মোঃ ফারুক (২৫) হলেন- ঢাকা জেলা লালবাগ থানাধীন ২৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত বাবুলের ছেলে।
বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন,ঢাকার থেকে বরিশাল গামী বাসে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য সূত্রে রহমতপুর সাব স্টানে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাস তল্লাশী করা হয়। অভিযানে রহমতপুর বাস স্টান্ডে যাত্রী নামানোর সময় বাস তল্লাশী করে ফারুকের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ওই গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

















