প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ১১:৪৭:৪৬ প্রিন্ট সংস্করণ
বরিশাল জেলা প্রতিনিধি॥রপ্তানি উন্নয়ন ব্যুরো ঢাকা এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় রপ্তানি পদ্ধতি এবং ডকুমেন্টশন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইন রোড সেলিব্রেশন পয়েন্ট এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রপ্তানি উন্নয়ন ব্যুরো অতিরিক্ত সচিব এ এইচ এম আহসান।বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এর পক্ষে উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, বরিশাল বিসিক জেলা কার্যালয় উপ মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম,ফরচুন সুজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান খান।শুরুতে রপ্তানি পদ্ধতি এবং ডকুমেন্টশন বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে অতিথিরা রপ্তানি পদ্ধতি এবং ডকুমেন্টশন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
















