প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ৮:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।কিশোর কন্ঠ পড়বো, মেধার বিকাশ করবো”এই স্লোগানে বরিশালে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে কিশোর কন্ঠের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১টায় শেষ হয়। শিশু এবং কিশোরদের মননে সুস্থ শিক্ষা বিকাশের লক্ষ্যে বরিশালে এবারই এ ধরনের পরীক্ষা নেয়া হলো।

মেধাবৃত্তি পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ২হাজার ৫০০শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানান কিশোর কন্ঠের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।
স্কুল সম্পাদক ওয়ালিদ আনসারী বলেন, এবারই প্রথম বরিশালে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হলো।এর আগে বাংলাদেশের অন্য জেলাগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বলছেন,কিশোর কন্ঠের এ ধরনের উদ্যোগ একটি ভালো উদ্যোগ,যাদের মেধা আছে পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ হলো।কিশোর কন্ঠের এ ধরনের আয়োজনে আনন্দ প্রকাশ করেছেন অভিভাবকরা।তারা বললেন,এই পরীক্ষার মাধ্যমে শিশু ও কিশোররা যেমনি উপকৃত হবে তেমনি তাদের উৎসাহ আরো বেড়ে যাবে।














