অপরাধ-আইন-আদালত

বরিশালে ছাত্রলীগ নেতার বিতর্কিত পোস্ট: হাদির মৃত্যু নিয়ে ‘আলহামদুলিল্লাহ’, প্রশাসন নিশ্চুপ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৫:২৯:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশালের ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক,যিনি টিকটক তারকা মাহিয়া মাহির জামাই হিসেবে পরিচিত,সামাজিক মাধ্যমে প্রকাশ্যভাবে হাদির মৃত্যুকে উদযাপন করে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট করেছেন।এই ঘৃণ্য ও অসহনীয় মন্তব্য এলাকার মানুষকে হতবাক করেছে এবং নিন্দার ঝড় তুলেছে।

নাগরিক সমাজ ও পরিবারের অভিযোগ,একজন রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী পরিচয়পূর্ণ ব্যক্তি হওয়ায় প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।প্রমাণসহ অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের গাফিলতি প্রশ্নের মুখে ফেলেছে—এতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রয়োগ হচ্ছে না।
স্থানীয়রা বলেন, “একজন ছাত্রলীগ নেতা,যে অন্যায় ও হত্যা উদযাপন করছে,তাকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেওয়া মানে সাধারণ মানুষকে অবমাননা করা।এটি কোনোভাবে সহ্য করা যায় না।প্রশাসন দ্রুত আইনের আওতায় আনুক এবং কঠোর ব্যবস্থা নিক।”

বিভিন্ন প্রমাণাদি,স্ক্রিনশট ও স্থানীয় তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।আইন বিশেষজ্ঞরা মনে করছেন,মৃত্যু উদযাপন বা উসকানিমূলক মন্তব্য দণ্ডনীয় অপরাধ এবং এটি অবিলম্বে তদন্ত করা উচিত।

বরিশালের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন—“পরিচয় বা রাজনৈতিক প্রভাব দেখিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা অমান্য করে,তবে সমাজে ন্যায়বিচার কবে আসবে?”।

এই ঘটনায় প্রশাসনের করণীয় এখন স্পষ্ট: যে কেউ অপরাধী প্রমাণিত হবে,তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।আর যার পরিচয় যতই প্রভাবশালী হোক, আইনের বাইরে রাখা যাবে না।

আরও খবর

Sponsered content