অপরাধ-আইন-আদালত

বরিশালে ছাত্রনেতা সুয়ান আল তালুকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:২১ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।বরিশালে বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব সুয়ান আল তালুকদারকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন একই সংগঠনের অন্য সমন্বয়ক সুলাইমা জান্নাত শিফা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে,শিফা তাঁর অভিযোগে উল্লেখ করেছেন যে সুয়ান আল তালুকদার দীর্ঘ সময় ধর্ষণ করেছেন এবং তাঁকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছেন। অভিযোগের ভিত্তিতে বিএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে,অভিযোগটি যথাযথভাবে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সুয়ান আল তালুকদারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও এখনও তিনি কোনো মন্তব্য করেননি।

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের অন্যান্য সদস্যরা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছে, “সংগঠনের নীতি অনুযায়ী কেউই আইন ও নৈতিকতার ঊর্ধ্বে নয়।”

এই মামলা স্থানীয় রাজনীতিতে এবং শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যে নিন্দার মুখে পড়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: অপরাধ-আইন-আদালত

বরিশালে ছাত্রনেতা সুয়ান আল তালুকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে নজিরবিহীন হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগ

জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ারের ছেলের মাধ্যমে হত্যাকারী শিবিরের সঙ্গে পরিচয়,নির্বাচনী ষড়যন্ত্রের আভাস

হাদীর কিলিং মিশনের পেছনে প্রধান মাস্টারমাইন্ড হিসেবে শাহীন চেয়ারম্যানকে শনাক্ত করেছে গোয়েন্দারা

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নির্দেশনা দেওয়া হয়েছে-প্রধান উপদেষ্টা

সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা: গভীর উদ্বেগ, প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি