প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:২১ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।বরিশালে বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব সুয়ান আল তালুকদারকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন একই সংগঠনের অন্য সমন্বয়ক সুলাইমা জান্নাত শিফা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে,শিফা তাঁর অভিযোগে উল্লেখ করেছেন যে সুয়ান আল তালুকদার দীর্ঘ সময় ধর্ষণ করেছেন এবং তাঁকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছেন। অভিযোগের ভিত্তিতে বিএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে,অভিযোগটি যথাযথভাবে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সুয়ান আল তালুকদারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও এখনও তিনি কোনো মন্তব্য করেননি।
ধর্ষণ প্রতিরোধ মঞ্চের অন্যান্য সদস্যরা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছে, “সংগঠনের নীতি অনুযায়ী কেউই আইন ও নৈতিকতার ঊর্ধ্বে নয়।”
এই মামলা স্থানীয় রাজনীতিতে এবং শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যে নিন্দার মুখে পড়েছে।
















