সারাদেশ

বরিশালে এসএসসি’তে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ১:৩৩:৫২ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রতিনিধি।।বরিশালে এসএসসি’তে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৯০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সোমবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭ টি পরীক্ষা কেন্দ্রে ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৮৭ হাজার ৬৯২ জন। পরীক্ষায় অংশগ্রহন করেছে ৮৬ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলো ৯০৭ জন (১.৩ ভাগ)।

অনুপস্থিতির মধ্যে বরিশাল জেলায় ২৭০ জন রয়েছে, পটুয়াখালীতে ১৮৫ জন, ভোলায় ১৭০ জন, পিরোজপুরে ১১৬, বরগুনায় ৯৪ জন এবং ঝালকাঠিতে অনুপস্থিত ছিলো ৭২ জন।

বহিষ্কৃতদের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ২ জন এবং পটুয়াখালীতে ১ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

আরও খবর

Sponsered content