অপরাধ-আইন-আদালত

বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত কিশোরের গোলাকাটা লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৩:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি।।বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঙ্গ ইউনিয়নের নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামের বাঁশের ঝাড় থেকে সোমবার দুপুরে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ১৫ বছর হবে বলে স্থানীয়দের ধারণা ও তার পরনে জিন্সের প্যান্ট, গায়ে ফুলহাতা শার্ট,পায়ে জুতা ও হাতে ঘড়ি ছিল।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,সোমবার দুপুর ১টার দিকে শিশুরা খেলাধুলা করার সময় বাঁশ ঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।পরে এলাকাবাসী এসে লাশ দেখে থানায় খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।শিবগঞ্জ থানার ওসি মুনজুরুল আলম জানান,প্রাথমিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।তবে লাশের পাশ থেকে একটি ফোন ও চাকু উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content