রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেহেন্দিগঞ্জে ঈদের সামগ্রী বিতরণ করেন-ড. শাম্মি আহমেদ

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ১১:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রি সেমাই, চিনি, তেল ও ডাল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ।

 

বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রি তুলে দেন দুস্থ ও অসহায় পরিবারের হাতে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিনের খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর আবদুল মোতালেব জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ডাঃ সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ মনির, কাজীরহাট থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান , দক্ষিন উলানিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিলন চৌধুরী, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বেলাল মোল্লা, আলীমাবাদ ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীসহ আওয়ামীলীগও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুবিধাভোগীরা।

 

ঈদের আগে রোজার মাসে ডাল, তেল, সেমাই ও চিনির প্যাকেট পেয়ে অনেক খুশি অভাবগ্রস্ত লোকজন। তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ড. শাম্মি আহমেদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো। দোয়া মিলাদ পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আব্দুল্লাহ।

 

এ সময় প্রধান অতিথি ড. শাম্মি আহমেদ বলেন, ঈদ মানে আনন্দ, গরীব অসহায় মানুষ হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা মেহেন্দিগঞ্জের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি।

আরও খবর

Sponsered content