প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৯:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।বাংলাদেশের শীর্ষ দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে নজিরবিহীন হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এই সহিংসতা শুরু হয়।

ঘটনার প্রধান চিত্রগুলো নিচে তুলে ধরা হলো:
হামলার বিবরণ: রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শত শত বিক্ষোভকারী হামলা চালায়।তারা ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে এবং নথিপত্র ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।এর কিছুক্ষণ পর ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়েও একই কায়দায় হামলা ও নিচতলায় অগ্নিসংযোগ করা হয়।
সাংবাদিকদের ওপর হুমকি ও অবরুদ্ধ অবস্থা: ডেইলি স্টার ভবনে কর্মরত ২৮ জন সাংবাদিক ও কর্মী প্রায় চার ঘণ্টা আগুনের মধ্যে ছাদে আটকা পড়ে থাকেন।তারা জীবন বাঁচাতে আর্তনাদ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আকুতি জানান।নিউ এজ সম্পাদক নুরুল কবির সাংবাদিকদের খোঁজ নিতে গেলে তাকেও লাঞ্ছিত ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।
লুটপাট ও ক্ষয়ক্ষতি: হামলায় ডেইলি স্টারের ১ থেকে ৩ তলা পর্যন্ত আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ থেকে ৭ তলা পর্যন্ত কম্পিউটার,সার্ভার ও আসবাবপত্র লুট করা হয়। অনেক সাংবাদিকের বছরের পর বছর সংগ্রহ করা ছবি,হার্ড ড্রাইভ এবং ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
প্রকাশনা স্থগিত: এই ভয়াবহ হামলার ফলে প্রথম আলো তার ২৭ বছরের ইতিহাসে এবং দ্য ডেইলি স্টার ৩৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রিন্ট সংস্করণ প্রকাশ করতে ব্যর্থ হয়।১৯ ডিসেম্বর সারাদিন সংবাদমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও বন্ধ ছিল।
পরবর্তীতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়।আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে।

















