অপরাধ-আইন-আদালত

প্রকাশিত হুমকির কারণে “প্রথম আলো” ও “ডেইলি স্টার” অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৭:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিক ও গণমাধ্যম সম্প্রদায়ের কাছে হুমকির কারণে দেশের দুই শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টার অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।

ফেসবুক পোস্টের মাধ্যমে এক ব্যক্তি,যিনি নিজেকে MD. Najmul Hassan হিসেবে পরিচয় দিয়েছেন,লিখেছেন, “আজ থেকে,এখন থেকে।প্রথম আলো এবং ডেইলি স্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।চালু করার চেষ্টা করলে পরবর্তীতে সাংবাদিকসহ পুড়িয়ে মারবো।”

এই হুমকির বিষয়টি দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই ধরনের উগ্র হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে।

সাংবাদিক সংগঠনগুলোও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের দাবি জানিয়েছে।

আইন অনুযায়ী: কাউকে ভয় দেখিয়ে সাংবাদিকদের ক্ষতি করার হুমকি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ,এবং এ ধরনের ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content