প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ২:২৫:২৪ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।বাংলাদেশ সরকার জনগণের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সামাজিক বিশৃঙ্খলা দূর করতে অপরাধীদের নির্মূল করতে বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশের সকল কার্যক্রম ডিজিটালার্স করা হয়েছে। অপরাধীরা যেন অপরাধ কর্মকাণ্ড করে পার না পেতে পারেন সেই বিবেচনায় পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে কেউ অপরাধীদের সখ্য দিলে বা পুলিশের কোনো সদস্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।পুলিশ সদস্য কর্তৃক হয়রানির শিকার হলে তার প্রতিকারের ব্যবস্থা আছে; করা যায় অভিযোগ।সেই অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশ সদস্যের বিরুদ্ধে।তবে অনেকেই জানেন না অভিযোগ কোথায় করতে হয়।

পুলিশ সদরদপ্তরে স্থাপিত ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ ২৪ ঘণ্টাই চালু থাকে। ২০১৭ সালের ১৩ নভেম্বর ‘আইজিপি কমপ্লেইন সেল’ চালু করা হয়। পুলিশ সদস্যের যেকোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে এই সেলকে জানানো যায়।সরাসরি,কুরিয়ার সার্ভিস কিংবা ডাকযোগে তথ্য জানানো যায়।এছাড়া ০১৭৬৯-৬৯৩৫৩৫ ও ০১৭৬৯-৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd এই ই-মেইলেও অভিযোগ জানানো যায়।এছাড়াও হয়রানির শিকার যে কেউ ৯৯৯ নম্বরে অভিযোগ করতে পারেন।
পুলিশের যেকোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেয়া হয়।তারা বিষয়টি খতিয়ে দেখে শাস্তির সুপারিশ করে থাকেন। পরে পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

















