জাতীয়

পিএসসির আট সদস্যদের মধ্যে চলমান বিসিএস পরীক্ষার দায়িত্ব বণ্টন করা হয়েছে

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৩:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চলমান বিসিএস পরীক্ষার দায়িত্ব বণ্টন করা হয়েছে। পিএসসির আট সদস্যদের মধ্যে বিসিএসের এই দায়িত্ব ও ইউনিটের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। পিএসসির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে,মো. আমিনুল ইসলাম ইউনিট ১, ১১,১৯ ও ৪৪তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন; মো. সুজায়েত উল্যা ইউনিট ৪,৫,২০ ও ৪৫তম বিসিএস এবং নন–ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; নূরুল কাদির ইউনিট ৯,১৪,১৫ ও ৪৬তম বিসিএস এবং ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; মো. নাজমুল আমীন মজুমদার ইউনিট ৬,৭,১০ ও ৪৭তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ইউনিট ৩ ও ১৩–এর দায়িত্ব পেয়েছেন; এ এস এম গোলাম হাফিজ ইউনিট ১২ ও ১৮; মোহাম্মদ সোহেল রহমান ইউনিট ২ ও ১৭; চৌধুরী সায়মা ফেরদৌস ইউনিট ৮ ও ১৬–এর দায়িত্ব পেয়েছেন।

আগের সিদ্ধান্ত বদল,বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ চারবার
আটকে থাকা বিসিএসের গতি ফেরাতে সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন করা হয়েছে।যাঁর যাঁর দায়িত্বে থাকা বিসিএসের কাজ সেই সদস্য সমন্বয় করবেন।এতে গতি ফেরানো যাবে বলে মনে করে পিএসসি।

এদিকে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে জানিয়েছে পিএসসি।পিএসসির নিয়ম অনুসারে ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে এবার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে পিএসসি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares