জাতীয়

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৯:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সবার আগে গাজীপুরের ভোটের তারিখ রেখে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে ২৫ মে।এরপর ১২ জুন খুলনা ও বরিশাল সিটিতে এবং তারপর ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোট হবে।

সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম সভা শেষে কমিশনের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।নির্বাচন কমিশনার আহসান হাবিব খান,রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন,এসব নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরাও থাকছে।ভোটের আপডেট তথ্য ট্যাবের মাধ্যমে ইসির নিজস্ব কর্মকর্তারা কমিশনকে জানাবে।

গত কিছুদিন সকাল সাড়ে ৮টায় ভোট শুরু করা হলেও এই পাঁচ সিটিতে ভোট হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

গাজীপুর ভোট ২৫ মে

ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল; বাছাই ৩০ এপ্রিল; প্রত্যাহারের শেষ সময় ৮ মে। ভোট ২৫ মে।

খুলনা ও বরিশাল ১২ জুন

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে; বাছাই ১৮ মে; প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।ভোট ১২ জুন।

রাজশাহী ও সিলেট ২১ জুন

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে; বাছাই ২৫ মে; প্রত্যাহারের শেষ সময় ১ জুন। ভোট ২১ জুন।

আরও খবর

Sponsered content