প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ৫:২৩:৪৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।চলমান জট নিরসনে ৪৪ থেকে ৪৮তম বিসিএস পর্যন্ত পাঁচটি পরীক্ষার সময়সূচি বা ‘রোডম্যাপ’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,৩০ জুন ৪৪তম বিসিএস,২২ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।আর ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ,২৮ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং ১৮ ডিসেম্বরের মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,যাদের একই সঙ্গে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে,তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয়,সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিশেষ বিসিএসকে কমিশন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই হবে। ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে জানিয়ে কমিশন বলেছে,নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা হবে।
তবে ‘অনিবার্য কারণে’ এসব তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

















