শিক্ষা

পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থী রাসেল!

  প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৪:২৯:৪৫ প্রিন্ট সংস্করণ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি।।ভুল রুটিন অনুসরণ করে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে পরীক্ষা দিতে কেন্দ্রে গেছেন এক পরীক্ষার্থী।

৩০ জুন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল এস.ই. পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিও থেকে জানা গেছে,অনলাইনে অন্য কোনো পরীক্ষার রুটিন দেখে পরীক্ষার হলে এসেছিলেন রাসেল নামের ওই শিক্ষার্থী।কর্তৃপক্ষ জানান,হয়তো অন্য কোনো রুটিনের সঙ্গে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রুটিন গুলিয়ে ফেলেছে সে।

নিয়ম অনুসারে,কোনো শিক্ষার্থী পরীক্ষা শুরুর ১৫ পর আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।যেহেতু, রাসেল পরীক্ষা শেষেরই ১০ মিনিট আগে অর্থাৎ,২ ঘণ্টা ৫০ মিনিট দেরীতে এসেছে- সেহেতু তার পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ ছিলো না।

রাসেল জানায়,সে জানত সেদিন পরীক্ষা।কিন্তু,অনলাইনে দেখা ওই রুটিনের কারণে তার কনফিউশন সৃষ্টি হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ বলেছে,তারা বিষয়টি দেখবে এবং তাকে আবার ওই পরীক্ষায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে।একটি রুটিন হাতে দিয়ে ওই শিক্ষার্থীকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছে তারা।

আরও খবর

Sponsered content